আপডেট : ২৮ April ২০১৮
                                
                                         ২০১৬ সালে প্রথমবার ঢাকায় আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। সেবারই প্রথম ভলিবলের আন্তর্জাতিক কোনো শিরোপা জয় করেছিল বাংলাদেশ। নিজেদের ভলিবলের ৪৫ বছরের ইতিহাস নতুন করে রচনা করেছিল জাবিরবাহিনী। আন্তর্জাতিক এ টুর্নামেন্টের শিরোপা অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ছিল এবার। কিন্তু সেটা আর হয়নি। স্বাগতিক বাংলাদেশকে ফাইনালের মহারণে পরাস্ত করে শিরোপা নিজেদের করে নিয়েছে তুর্কেমিনিস্তান। ৩-১ সেটের দারুণ জয় পায় সফরকারীরা। এ জয়ের মধ্য দিয়ে গত আসরের ফাইনালে হারের প্রতিশোধও নিল দলটি। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পরাজয়ের গ্লানি নিয়ে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। এদিকে, স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-০ সেটে পরাস্ত করে তৃতীয় স্থান অর্জন করে কিরগিস্তান। গতকাল শেষ হওয়া এ আসরে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে নেপাল এবং মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রেখেছিল। আর সেমিফাইনালের লড়াইয়ে কিরগিস্তানকে পরাজিত করে ফাইনালে পা রেখেছিল আলি পোর আরোজির শিষ্যরা। তুর্কেমিনিস্তান যে প্রতিপক্ষ হিসেবে শক্ত, সেটা আগেই জানতেন আগের আসরে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়া এ কোচ। গতকাল শিরোপা লড়াইয়ের প্রথম সেটেই সে আভাসটাও পাওয়া গিয়েছিল। কিন্তু স্বাগতিকরা ঠিকই প্রথম সেট জিতে শিরোপার পথে এক-পা এগিয়ে গিয়েছিল। দলকে সমর্থন জোগাতে এদিন গ্যালারি ছিল সমর্থকে ভরা। প্রথম সেটে তাদের হতাশও করেননি হরসিত-আতিকুররা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেট তারা জেতেন ২৬-২৪ ব্যবধানে। দ্বিতীয় সেটে মোটামুটি লড়েছিল বাংলাদেশ। ব্লকিং ভালো না হওয়ায় শেষ পর্যন্ত ২৫-২০ ব্যবধানে হেরে যেতে হয় স্বাগতিকদের। সেই শুরু সেট হারা। তৃতীয় সেটেও ছন্দে ফেরা হয়নি আলি পোর আরোজির শিষ্যদের। ২৫-২১ ব্যবধানে হেরে ২-১ সেটে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। আর শেষ সেটে ৮-৪ ব্যবধানে শুরুতে এগিয়ে থাকা স্বাগতিক শিবির মাঝের সময়টাতে পুরোপুরি খেই হারিয়ে ফেলে। এ সেটের শেষ দিকে তাদের শরীরী ভাষায় ছিল না লড়াইয়ের মনোভাব। শেষ পর্যন্ত ২৫-১৭ ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে বাংলাদেশ দলের। গতকাল ফাইনালের মহারণে হরসিত-আতিকুর-মহসীনদের সমর্থন জোগাতে গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। জাতীয় পতাকা হাতে নিয়ে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি মুহূর্ত ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন খেলোয়াড়দের। প্রথম সেট জয়ের পর উত্তেজনায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামও মাঠে চলে আসতে চাচ্ছিলেন। সবার মাঝেই ম্যাচটি নিয়ে বেশ উত্তেজনা কাজ করছিল। কিন্তু শেষ পর্যন্ত গত আসরের রানার্সআপ তুর্কেমিনিস্তানের কাছে হেরেই শিরোপা অক্ষুণ্ন রাখার স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের। ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১