আপডেট : ২৭ April ২০১৮
                                
                                         বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে দুই দলের শিরোপা জয়ের এ দ্বৈরথ। ফাইনালকে সামনে রেখে প্রস্তুত স্বাগতিক শিবির। তাদের দৃষ্টি এখন শিরোপায়। চলতি এ আসরে অপরাজিত থাকা দলটি আজ আবারো উল্লাস করতে চায়। দেশবাসীকে ভাসাতে চায় আনন্দের বন্যায়। দ্বিতীয়বারের মতো চুমো খেতে চায় শিরোপায়। ২০১৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল লাল-সবুজরা। বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল স্বাগতিকরা। নিজেদের প্রথম ম্যাচেই ধরাশায়ী করেছিল শক্তিশালী নেপালকে। এরপর বাংলাদেশের শিকার মালদ্বীপ। গ্রুপ পর্বে টানা দুই জয়ে গ্রুপসেরা হিসেবেই সেমিফাইনালে পা রাখে হরসিতের দল। শেষ চারের লড়াইয়ে আরেক কঠিন প্রতিপক্ষ কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে ফাইনালে পা রাখে স্বাগতিক বাংলাদেশ। চলতি এ আসরে এখনো পর্যন্ত অপরাজিত থাকা বাংলাদেশের লক্ষ্য এখন দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসব করা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তুর্কমেনিস্তান যে কঠিন, সেটা ভালোই জানা কোচ আলীপোর আরোজির। তাই শিরোপা লড়াইয়ের আগেই শিষ্যদের কিছুটা সাবধান করে দিলেন তিনি, ‘তুর্কমেনিস্তান আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ। খুবই ভালো দল। তবে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারানোয় এটা বলা যায়, ফাইনালটা কারো জন্য সহজ হবে না। আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের চেষ্টা করব। কারণ আমাদের লক্ষ্য শিরোপা জয়।’ অধিনায়ক হরসিত ফাইনালের মহারণে নিজেদের কিছুটা এগিয়ে রাখছেন- ‘হোম গ্রাউন্ডের সুবিধা আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে দিনটা আমাদেরই হবে। শিরোপা উৎসবের জন্য আমরা মুখিয়ে আছি। দলের সবাই মানসিকভাবে শক্ত অবস্থানে আছে। দেখা যাক কী হয়।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১