 
                        আপডেট : ১১ April ২০১৮
 
                                
                                         তমাল বাবা-মায়ের একমাত্র সন্তান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের ছাত্র। তার সঙ্গে পড়ুয়া আইরিনের সঙ্গে বন্ধুত্ব গড়তে চায় সে। কিন্তু অপরিচিত বলে খুব একটা পাত্তা দেয় না আইরিন। নাছোড়বান্দা তমাল একসময় সফল হয়। হঠাৎ একদিন দুজনের দেখা। দুজনেই আশ্চর্য হয়ে যায়, কদিন আগেই একটা পাঞ্জাবি কেনা নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয়েছিল। তারপরও দুজন একসঙ্গে চলার চেষ্টা করে। তবে দুজনের সবকিছুতেই অমিল। আইরিন এটা পছন্দ করলে তমাল করে ওটা। তমাল এটা খেতে চাইলে আইরিন চায় ওটা। নানা বিষয়ে অমিল থাকলেও এই বৈশাখে একটা জিনিস কিন্তু আইরিনের খুবই পছন্দ হয়, আর তা হলো তমালের কেনা নীল শাড়ি। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘নীল শাড়ি’। রচনা করেছেন মানসুর আলম নির্ঝর। পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর ও সাবিনা আনমন। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, শ্যামন্তী শৌমি, সুজন হাবিব, সেলিম আহমেদ, রাশেদা রাখি, রামিসা নীলা, মাসুম প্রমুখ। টেলিফিল্মটি পহেলা বৈশাখে এটিএন বাংলায় প্রচার হবে।                  
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১