 
                        আপডেট : ০৯ April ২০১৮
 
                                
                                         সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রোববার রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ বিক্ষোভের প্রভাব পড়ে শাহবাগের ফুল ব্যবসায়। বিক্রি-বাট্টা পুরো বন্ধ হয়ে যায় দুপুর থেকে। অনেক ফুল ব্যবসায়ী ভয়ে দোকান বন্ধ করে দেন। একাধিক ফুল দোকান মালিক বলেন, বিক্ষোভ শুরুর পর নিরাপত্তার কারণে দোকান বন্ধ করে দিয়েছি। শাহবাগের চারপাশে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, এ কারণে ক্রেতারা দোকানে আসতে পারছেন না। দোকানিরা বলেন, আমাদের কষ্ট দেখার কেউ নেই। আন্দোলন করছেন শিক্ষার্থীরা আর দোকান বন্ধ আমাদের। দোকান বন্ধ থাকায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১