 
                        আপডেট : ০৯ April ২০১৮
 
                                
                                         কক্সবাজারে রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করেছেন তুরস্কের পাঁচ সংসদ সদস্য। রোববার উখিয়ার বালুখালীর শিবির পরিদর্শনকালে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দেন তারা। এদিন সকালে তুর্কি ত্রাণ সংস্থা আফাদ পরিচালিত ফিল্ড হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় আফাদপ্রধান মাহমিত জানান, বর্ষা মৌসুমে পাহাড়ধস ও ভারী বর্ষণ থেকে রোহিঙ্গাদের রক্ষায় কাজ করবেন তারা। পরে সংসদ সদস্যরা বালুখালী ৫ নম্বর শিবিরে তুরস্ক রেড ক্রিসেন্টের উদ্যোগে ১৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে খাবার বিতরণ করেন। তুর্কি সংসদীয় দলের সদস্যরা হলেন- ইসমাঈল তমার, আয়েশা দোয়ান, হাসনে এরদোগান, মোস্তাক আজিগগোজ ও হাও বৈরম তারকিসলু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১