 
                        আপডেট : ২৭ March ২০১৮
 
                                
                                         বল বিকৃতির ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট দলের স্টিভ স্মিথকে। স্টিভ এবং ডেভিড ওয়ার্নারকে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলেও ধারণা করছেন ক্রিকেট বোদ্ধারা। কিন্তু বল বিকৃতির শাস্তি শুধু এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পদত্যাগ করতে হবে কোচ ড্যারেন লেম্যানকেও। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের আগেই পদত্যাগ করবেন তিনি । এদিকে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বল বিকৃতির ঘটনা তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। মঙ্গলবারের মধ্যেই এই প্রতিনিধিদলের প্রতিবেদন জমা দেওয়ার কথা। গত শনিবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট পকেট থেকে হলুদ রঙের টেপ-জাতীয় কিছু বের করে তা বলে ঘষছেন। পরে অধিনায়ক স্মিথ সংবাদ সম্মেলনে বল বিকৃতির ঘটনা স্বীকার করে বলেন, দলের সিনিয়র ক্রিকেটাররা এই পরিকল্পনার সঙ্গে জড়িত। তিনি অবশ্য সেদিনই জানিয়েছিলেন, কোচ লেম্যান ও অন্য কোচিং স্টাফরা ব্যাপারটির কিছুই জানতেন না। ২০১৩ সালে অস্ট্রেলীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন লেম্যান। তাঁর সময়ে যথেষ্ট সাফল্যই পেয়েছে দল। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয় তাঁর সবচেয়ে বড় সাফল্য। কোচ হিসেবে দলের মধ্যে তুলনামূলক নির্ভার পরিবেশই নিশ্চিত করেছিলেন অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটসম্যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১