 
                        আপডেট : ২৬ March ২০১৮
 
                                
                                         গত তিন সপ্তাহে কোনও শান্তি প্রচেষ্ঠাই কাজে লাগেনি। দুই পরিবারের উদ্যোগ, আইনজীবীর প্রচেষ্টা, স্বয়ং শামির ফোন- কোনো কিছুতেই কাছাকাছি আনা যায়নি ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামীর এবং তার স্ত্রী হাসিন জাহানকে। সব প্রচেষ্টাকেই উড়িয়ে দিয়ে শামি পত্নী বলেছিলেন, ‘সমঝোতার কোনও রাস্তাই নেই। কোনো ভাবেই লড়াই থেকে পিছিয়ে আসব না।’ কিন্তু রবিবার সকালে শামির দুর্ঘটনার খবর যেন অনেকটাই এলোমেলো করে দেয়। এ দিন সন্ধ্যায় হাসিন বলেন, ‘শামির কোনও ক্ষতি হোক আমি চাই না। ওর সঙ্গে আমার তো কোনও চরম শত্রুতা নেই। শামি যন্ত্রণায় ছটফট করলে আমি কখনোই ভাল থাকতে পারি না। ও দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনাই করছি আল্লাহর কাছে।’ তিনি আরো বলেন, ‘গত দু’বছর ধরে শামি আমার সঙ্গে ভালো ব্যবহার করত না। আমাকে অন্ধকারে রেখে একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়েছিল। আমার লড়াই তার বিরুদ্ধে। ব্যেক্তি শামির বিরুদ্ধে নয়।’ সঙ্গে অভিমানী গলায় বলেন, ‘আলিশবা, মঞ্জুসহ ওর সেই বান্ধবীরা আজ ওর খবর নিয়েছে কি না জানা নেই। তবে আমি কিন্তু সারা দিন বেশ উৎকণ্ঠাতেই ভুগেছি। দু’বার ফোনে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ফোন বন্ধ ছিল। বিকেলে টিভি থেকে জানলাম, শামি আপাতত বিপদ মুক্ত। তাতে কিছুটা চিন্তা কমেছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১