 
                        আপডেট : ২৯ January ২০১৮
 
                                
                                         আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় রেটিং অর্জনের দিক দিয়ে ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে টপকে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৮৬ রান করেন কোহলি। ফলে টেস্ট সিরিজ শেষ হবার পর ১২ রেটিং পান তিনি। এতে দ্বিতীয় স্থানে থাকায় তার রেটিং হয় ৯১২। ক্রিকেট ক্যারিয়ারে ৯১১ রেটিং ছিলো লারার। তাই টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ রেটিং-এ লারাকে টপকে গেলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে কোহলির রেটিং ছিলো ৯০০। তিন ম্যাচের ছয় ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৮৬ রান করেন তিনি। যা এই টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে ১২ রেটিং অর্জন করেন কোহলি। ৯১২ রেটিং নিয়ে লারাকে টপকে গিয়ে র্যাংকিং-এর দ্বিতীয় স্থান ধরে রাখেন কোহলি। লারার পর এবার স্বদেশি কিংবদন্তি ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির। ৯১৬ পয়েন্ট নিয়ে কোহলির সামনে রয়েছেন গাভাস্কার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে র্যাংকিং-এ সর্বোচ্চ রেটিং-এ ২৬তম স্থানে রয়েছেন কোহলি। সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় ডন ব্র্যাডম্যান। বর্তমানে টেস্ট র্যাংকিং-এর শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ৯৪৭ রেটিং নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে স্মিথ। ৮৮১ রেটিং নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ব্যাটসম্যানদের টেস্ট র্যাংকিং :   র্যাংকিং খেলোয়াড় রেটিং   ১             স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)   ৯৪৭ ২              বিরাট কোহলি (ভারত)      ৯১২ ৩            জো রুট (ইংল্যান্ড)                    ৮৮১ ৪             কেন উইলিয়ামসন (ইংল্যান্ড)             ৮৫৫ ৫             ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)            ৮২৭ ৬            চেতশ্বর পূজারা (ভারত)     ৮১০ ৭              হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)         ৭৭১ ৮            আজহার আলী (পাকিস্তান)       ৭৫৫ ৯             দিনেশ চান্ডিমাল (শ্রীলংকা)                     ৭৪৩ ১০          অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)       ৭৪২
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১