 
                        আপডেট : ২৭ January ২০১৮
 
                                
                                         ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটা থামাতে গিয়ে পড়ে গেলেন সাকিব আল হাসান। ছুটে এলেন ফিজিও। ড্রেসিংরুম নয় সাকিবকে নিয়ে সোজা নিয়ে যাওয়া হলো বিসিবির মেডিকেল রুমে। সর্বশেষ যে খবর, এই ম্যাচে সাকিবের খেলা নিয়ে আছে ঘোর সংশয়। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, সাকিব চোট পেয়েছেন বাঁহাতের কনিষ্ঠ আঙুলে। বাঁহাতি অলরাউন্ডারকে দ্রুত নেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে। দেবাশিষ বললেন, ‘প্রথমে তাঁর এক্স–রে করা হবে। পরে সেলাই দিতে হবে। এই ম্যাচে সে আর খেলতে পারে কি না সন্দেহ আছে।’ সাকিবের বদলে ফিল্ডিং না হয় নাসির হোসেন। কিন্তু তাঁর ব্যাটিংয়ে বদলি কাউকে নিশ্চয়ই নামানো যাবে না। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলই হয়ে গেল বাংলাদেশ! আঙুলে সেলাই পড়লে ৩১ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতিব্য প্রথম টেস্টের আগেও সেরে উঠতে পারবেন কি না, এ নিয়েও আছে সংশয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১