নোয়াখালীর উপকূলীয় উপজেলার সূবর্ণচরের ঘূর্ণিঝড় ফণী প্রচণ্ড ঝড় বৃষ্টি নিয়ে আঘাত হেনেছে। এতে চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘর চাপা পড়ে এক শিশু নিহত নিহত হয়েছে। এছাড়া চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে ৩০ জন আহত এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
নিহত শিশুর নাম মো. ইসমাইল (২)। সে চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের ছেলে।
সুবর্ণচর উপজেলার কন্টোলরুমে দায়িত্ব পালনরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে ঘর চাপা পড়ে একজন নিহত ও চর ওয়াপদা ও চর জব্বর ইউনিয়নে ৩০ জন আহত এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে হয়েছে।
তিনি জানান, আহতদেরকে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু ওয়াদুদ জানান,রাত সাড়ে এগারটার দিকে ঘূর্ণিঝড় ফনী সুবর্ণচরের উপরদিয়ে বয়ে যায়।মাত্র তিন মিনিট স্থায়ী এ ঝড় সব কিছু লণ্ডভণ্ড করে দেয়।ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে শুকনো খাবার ও আর্থিক সহযোগিতা করা হচ্ছে।