দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কামরুল ইসলাম সরকারী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ (রাজীব) ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (এরশাদ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষিত কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকসহ পৌর কলেজ ছাত্রলীগের সাবেক নেতারা বাদ পড়েছেন।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে তুহিন দেওয়ান, সহ সভাপতি পদে আলিমুজ্জামান শিমুল, সাধারন সম্পাদক পদে আবির হোসেন রিদয় ও সাংগঠনিক সম্পাদক পদে সজল কুমার সাহার নাম ঘোষণা করা হয়। গোয়ালন্দ পৌর ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে রাতুল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আকাশ কুমার সাহার নাম ঘোষণা করা হয়।
এছাড়া গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে বাবু মন্ডল, সাধারন সম্পাদক পদে জালাল হোসাইন ও সাংগঠনিক সম্পাদক পদে মৃদুল হোসেনের নাম ঘোষণা করা হয়।
আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়াসহ আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের পুর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।