কঠোর লকডাউন দিয়ে মামলায় পড়লেন  নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়া

কঠোর লকডাউন দিয়ে মামলায় পড়লেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২০

কঠোর লকডাউনের জন্য এবার মামলার মুখে পড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের লকডাউন জেলখানার মতো বন্দি দাবি করে দেশটির দুই নাগরিক এই মামলা করেছেন। এ তথ্য জানিয়েছে দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের একটি প্রতিবেদনে।

তারা, প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে হিটলার এবং লকডাউনকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। করোনা মোকাবিলায় কঠোর লকডাউন দিয়ে প্রধানমন্ত্রী তাদের অধিকার লঙ্ঘন করছেন বলেও দাবি তাদের।

আবেদনকারীরা স্থানীয় সময় শুক্রবার অকল্যান্ডের হাইকোর্টে আরও দাবি করেন, জেসিন্ডা রাজনৈতিক ফায়দা নিতে লকডাউন কঠোর করেছেন। আর তাই তারা ‘হাবিয়াস কর্পাসের’ অধীনে আদালতে একটি রিট আবেদন করেছেন, যা মূলত একজন কারাবন্দি তার বন্দিদশা থেকে মুক্তির জন্য করে থাকেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads