বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৯ উইকেটে ৭১৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করলো সফরকারী শ্রীলংকা। ফলে প্রথম ইনিংসে ২০০ রানের লিড পেল লংকানরা। প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিলো ৫১৩ রান। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তবে চট্টগ্রামের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
ওপেনার কুশল মেন্ডিস ১৯৬, ধনানঞ্জয়া ডি সিলভা ১৭৩, রোশন সিলভা ১০৯, দিনেশ চান্ডিমাল ৮৭, উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ৬২, দিলরুয়ান পেরেরা ৩২, রঙ্গনা হেরাথ ২৪, সুরাঙ্গা লাকমল ৯, লাহিরু কুমারা অপরাজিত ২ ও দিমুথ করুনারতে শূন্য রান করেন। ইনিংস ঘোষণা করায় ব্যাট হাতে নামতে পারেননি লক্ষণ সান্দাকান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, মেহেদি হাসান মিরাজ ৩টি ও মুস্তাফিজুর রহমান-সানজামুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





