ইউক্রেনের একটি বিমান ১৮০ জন যাত্রী নিয়ে ইরানে বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ইরান এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের সঙ্গে এই বিমান দুর্ঘটনার কোন সম্পর্ক আছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়।
যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
দেশটির জরুরি সেবার প্রধান কর্মকর্তা বলেন, বিমানটিতে আগুন ধরছে। কিন্তু আমরা উদ্ধারকারীদের সেখানে পাঠিয়েছি। আমরা হয়তো কিছু যাত্রীর জীবন বাঁচাতে পারবো।