আজ রোববার থেকে দুই দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্দরের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলা হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হচ্ছে। আগামীকাল সোমবার হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এই দুইদিন সরকারী ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়। তবে মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ জানায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারী ছুটির আওতামুক্ত থাকায় এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





