সারা দেশ

হিলিতে সীমান্তে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

  • হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি, ২০২১

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল, আঁতসবাজী ও মাদক পরিবহনের প্রাইভেট কারসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধীনস্থ ভাইগড়, ঘাসুরিয়া, স্টেশন ডাংগাপাড়া ও হিলি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি সদস্যরা।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আজ শনিবার ভোর রাতে বিভিন্ন স্থান থেকে ৩ মাদককারবারীসহ ভারতীয় ফেন্সিডিল-৪৪৮ বোতল, কমান্ডো বাজী-১৪৫ প্যাকেট ও ১টি প্রাইভেটকার আটক করে তারা।

বিজিবি সুত্রে এসবের বাজার মূল্য প্রায় তের লক্ষ চব্বিশ হাজার টাকা। পরে আটককৃতদের মাদক মামলায় হাকিমপুর থানায় সোপর্দ করা হয়। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads