হাকিমপুর সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাকিমপুর সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মার্চ, ২০২০

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

আজ রোববার দুপুর ১টার দিকে মোংলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তবর্তী নন্দীপুর গ্রাম থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করেন।

মোংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সালাউদ্দিন জানান, ভারত থেকে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নন্দীপুর সীমান্তের ২৮৭ পিলারের কাছে অবস্থান নেন বিজিবি সদস্যরা। এসময় তিন চোরাকাবারি ওই সীমানা পিলার দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর তাদের আটকের চেষ্টা করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৫৬ হাজার পিস ডেক্সন ও ৪২ হাজার পিস প্যারোপটিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads