সোনারগাঁয়ে মেঘনা নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে মেঘনা নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে, ২০১৯

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরে বৈদ্যেরবাজার এলাকায় গড়ে উঠা আল মোস্তফা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ মঙ্গলবার মেঘনা নদীর তীরে শিল্পকারখানা দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং নদী দখল করে সামীনা প্রাচীর ভেঙ্গে দিয়েছে। 

বিআইডব্লিউটিএ’র নিবার্হী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়্যারমান কমোডর মাহাবুব-উল- ইসলাম, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার হোসেন, ঊর্ধ্বতন পরিচালক শহিদুল্লাহ প্রমুখ।

বিআইডব্লিউটিএ’র নিবার্হী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে গড়ে উঠা আল মোস্তফা গ্রুপের বহুতল ভবনসহ  নদী দখল করে সীমানা প্রাচীর ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং নদী ভরাট করে বালু রাখা অংশ ভেকু দিয়ে খনন করে নদী দখল মুক্ত করা হয়। নদীর জায়গা দখল করা সব স্থাপনা ও সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হবে। যত বড় প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads