সিরাজগঞ্জের সয়দাবাদে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুই ট্রাকের চালকই মারা গেছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের সহকারীরা।
আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে সদর উপজেলার সয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত চালকরা হলেন- যশোরের মনিরামপুরের মোরশেদুল ইসলাম (২৮) এবং বগুড়ার শিবগঞ্জের আরিফ হোসেন (২২)।
আহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের উথুলীদাস পাড়া গ্রামের শক্তি মোহন্তের ছেলে উজ্জল মোহন্ত (৩৫) ও যশোহরের মনিরামপুরের মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)। তাদেরকে সিরাজগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সৈয়দ সহিদ আলম বলেন, রাতে উত্তরাঞ্চল থেকে ধানবোঝাই ট্রাকটি ঢাকা যাওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের চালক নিহত এবং হেলপাররা আহত হন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।