সাত লাখ টাকায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ!

প্রতীকী ছবি

অপরাধ

প্রতারক গ্রেপ্তার

সাত লাখ টাকায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ জানুয়ারি, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিনিময়ে সাত লাখ টাকা দাবি করায় ফয়সাল হোসেন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হলেও সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুনানি হয়।

গ্রেপ্তার মো. ফয়সাল হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বন্নি গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।

শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা সুজানুর ইসলাম জানান, শামসুন্নাহারের অভিযোগের ভিত্তিতে এডিসি ও ওসি স্যারদের নেতৃত্বে পল্লবী থেকে শুক্রবার রাতে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে।

শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মামলার বাদীর তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। মামলায় ফয়সালকে এক নম্বর আসামি করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। এ চক্রের সঙ্গে আরো কারা আছে, সেটা খতিয়ে দেখা হবে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশী বলেন, ফয়সাল হোসেন ওই নারীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে তার সমস্যা সমাধানের আশ্বাস দেন। এজন্য তিনি তিন দফায় ওই নারীর কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর ব্যাপারে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে ওই নারী বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের জানান। ওই কর্মীরা বিষয়টি শেরে বাংলা নগর থানায় জানান। পুলিশ তদন্ত করে ফয়সালের অবস্থান শনাক্ত করে তাকে আটক করে। 

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবায়েত জামান জানান, গত বছরের ২৩ ডিসেম্বর গণভবনে প্রবেশ করার জন্য ঝালকাঠি থেকে আসেন শামসুন্নাহার। তিনি ঝালকাঠি জেলার সাবেক মেয়র আফজাল হোসেনের স্ত্রী। গণভবনের সামনে থেকে শামসুন্নাহারকে ডেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর কথা বলে সাত লাখ টাকা চুক্তি করেন ফয়সাল। পরে গত বছরের ২৩ ডিসেম্বর ও এ বছরের ২ জানুয়ারি তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। গত ২ জানুয়ারি তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার আগে তার সব গহনা নিয়ে নেন তিনি। পরে দেখা করে বের হলে ১ লাখ টাকার বিনিময়ে আবার ফিরিয়ে দেন। এরপর শামসুন্নাহার শেরে বাংলা থানায় অভিযোগ করলে শুক্রবার রাতে পল্লবী থেকে ফয়সাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শামসুন্নাহার বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ঝালকাঠি থেকে ঢাকায় আসি। পরে ২৩ ডিসেম্বর গণভবনের সামনে এলে ফয়সালসহ আরো কয়েকজন আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি তাদের ১ লাখ ৮০ হাজার টাকা দিই। তারপরও আমাকে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আমি টাকা দিতে না চাইলে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে। পরে আমি বিষয়টি শেরে বাংলা নগর থানায় জানাই। শুক্রবার রাতে অভিযুক্ত ফয়সাল হোসেনকে শেরে বাংলা নগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads