সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থীর জামাই জাল টাকাসহ আটক

সাতক্ষীরা ম্যাপ

অপরাধ

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থীর জামাই জাল টাকাসহ আটক

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

সাতক্ষীরা সদর-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাই মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেন।

আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক ও সদর উপজেলার মৃগীডাঙ্গা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় মিয়ারাজ হোসেন নামে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। পরে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads