মৃত্যুর আট বছর পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গড়াতে পারে নি আদালত পর্যন্ত। সবশেষ সোমবার ৭১বারের মতো পিছিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ রাখা হয়েছে ২৩শে মার্চ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।
পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থলে এসে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করার কথা বলেছিলেন।
পরের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ক্রমান্বয়ে একইভাবে আশ্বাস দিয়ে গেছেন। সেই আশ্বাসের কেটে গেল ৮ বছর। গত ৮ বছরে মামলাটির তদন্ত কার্যক্রম ৫ বার হাত বদল হয়েছে।
                                
                                
                                        
                                        
                                        
                                        




