সাঁথিয়ায় আ’লীগের মনোনয়ন পেলেন দেলোয়ার

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার

সংগৃহীত ছবি

নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচন

সাঁথিয়ায় আ’লীগের মনোনয়ন পেলেন দেলোয়ার

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০১৯

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। গতকাল শুক্রবার পাবনা ১ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকুর বাসভবনে দলের তৃণমূলের প্রতিনিধিদের ভোটে তাকে সাঁথিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের জন্য একক প্রার্থী নির্বাচিত করা হয়।

সাঁথিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাঁথিয়ায় চেয়ারম্যান পদে ৮ জন মনোননয়ন চেয়েছিলেন।শুক্রবার এমপির বাসভবনে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ২৪ জন প্রতিনিধি গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে প্রার্থী নির্বাচিত করেন।

দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার দীর্ঘদীন ধরে সততার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে, তিনি সাঁথিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক,যুগ্ম সাধারণ সম্পাদক এবং আহবায়ক হিসেবে দায়িত্বপালন করেছেন। গত জাতীয় সংসদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। 

এ বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, দলে তার শ্রম ও ত্যাগ বিবেচনা করে তাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এবার উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের সহ সভাপতি রবিউল করিম হিরু,এসএম আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক তপন হায়দার সান,সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা আ: লতিফ,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু ও আশরাফ আলী মনোনয়ন চেয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads