ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগে (ডিপিডিসিএল) চলতি আসরে এ পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক হলেন কলাবাগান ক্রীড়াচক্রের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। রোববার ডিপিডিসিএলের রেলিগেশন লিগের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে আবাহনী লিমিটেডের ওপেনার এনামুলক হককে টপকে সবচেয়ে বেশি রানের মালিক হন অ্যাশ।
১৩ ম্যাচে ৫ সেঞ্চুরি, ১টি হাফ সেঞ্চুরিতে তার রানের গড় ৬৬ দশমিক ৫০। মোট ৬৬৫ রান করেছেন আশরাফুল। ফলে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে উঠে আসেন তিনি।
১ ম্যাচ বেশি খেলে ২ সেঞ্চুরি, ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৬০ রান করেছেন এনামুল। তার রানের গড় ৫০ দশমিক ৭৬। ফলে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন তিনি। অবশ্য সুপার সিক্সে এখনো দু’টি ম্যাচ রয়েছে এনামুলের আবাহনীর।
একই সঙ্গে এ পর্যন্ত ৬৫১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ভারতীয় অশোক মেনেরিয়ার। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন যথাক্রমে লিজেন্ডস অব রুপগঞ্জের নাইম ইসলাম ও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের ফজলে মাহমুদ। নাইম ৬৪৪ ও ফজলে ৬৪২ রান করেছেন।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





