প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অসুস্থ সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
আলাউদ্দিন আলী বর্তমানে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর স্ত্রী মিমি আলাউদ্দিন আজ বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে ওই অনুদানের চেক গ্রহন করেন।
আলাউদ্দিন আলীকে প্রায় দুই সপ্তাহ আগে শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া পেশাগত জীবনে তিনশতাধিক চলচ্চিত্রের গানে সুর করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গীত শিল্পী আকবর আলী গাজীর চিকিৎসার জন্যও ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
পাশাপাশি, বদিউজ্জমান সরদার ও তার ছেলের মানসিক রোগের চিকিৎসার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান হিসাবে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন।
আশরাফুল আলম খোকন আরও জানান, তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রাজবাড়ী জেলার খন্দকার কানিজ ফাতেমার চিকিৎসার জন্য অনুদান হিসাবে ২০ লাখ টাকার সঞ্চপত্র দিয়েছেন।
                                
                                
                                        
                                        
                                        
                                        




