সখীপুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় মানুষ!

আজ দুপুরে সখীপুর পৌরসভার সামনে থেকে তোলা ছবিগুলো

প্রতিনিধি

সারা দেশ

সখীপুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় মানুষ!

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০১৯

সখীপুর পৌরশহরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে নগরবাসী। কুকুরেরই যেন আধিপত্য চলছে। নিজনিজ দলে ১৫ থেকে ২০ সদস্যের কুকুরদল নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়কে যেন মহড়া দিচ্ছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী, শিশু ও পথচারীসহ সাধারণ মানুষকে দাবড়িয়ে কামড়ানোর চেষ্টা করছে সংঘবদ্ধ কুকুরদল। চলন্ত যানবাহন ও মোটরসাইকেলের সামনে পড়ে ঘটাচ্ছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, কুকুরের প্রজননের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই পৌরশহরসহ উপজেলাব্যাপী কুকুরের আনাগোনা বৃদ্ধি

পেয়েছে। কিন্তু অমানবিক হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে সারাদেশে কুকুর নিধন বন্ধ রয়েছে। ফলে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন করতে পারছে না। সংঘবদ্ধ কুকুর দল শহরের উত্তরামোড়, জেলখানা মোড়, উপজেলা রোড, মন্দির পাড়া, ঢাকা রোড, গার্লস স্কুল রোড, মহিলা কলেজ রোডসহ উপজেলার কচুয়া, কালিয়, প্রতিমা বংকী, দেওদিঘী বাজারে আস্তানা করে তাণ্ডব চালাচ্ছে। কুকুরের হামলায় অনেক ছাত্র-ছাত্রী, মটর সাইকেল আরোহী, পথচারী আহত হয়েছে বলেও জানা গেছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন না পেয়ে রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন বরাদ্ধ নেই। রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সখীপুর পৌরসভার সচিব কামরুল হাসান বলেন, পৌর এলাকায় যে হারে কুকুরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে; তাতে মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছেন। কিন্তু কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা কিছুই করতে পারছি না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads