বাংলাদেশ সংবাদপত্র সংস্থার সভাপতি দক্ষিণ জনপদ হকারদের বন্ধু মো. হারুন অর রশিদ আর নেই।
গতকাল বুধবার বাদ জোহর মরহুমের জানাজা নামাজ নগরীর পুলিশ লাইন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মো. হারুন অর রশিদের বয়স হয়েছিল ৫৬ বছর। তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন শহীদ আ. রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এ ছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি কাজি নাসির উদ্দিন বাবুল, নিউজ এজেন্সি বাংলাদেশের পক্ষে আ. মান্নান, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল, মহানগর ও জেলা আওয়ামী লীগ।
আরো শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিন্ত্রী জাহিদ ফারুক শামিম, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের বরিশাল ব্যুরো প্রধান ও তারুণ্যের বার্তার সম্পাদক নাছির আহমেদ রনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ব্যক্তিজীবনে হারুন মহানগর ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং বাড়ির মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সংবাদপত্র সমিতির সাথে দীর্ঘ ৪০ বছর প্রত্যক্ষভাবে নিজেকে সংযুক্ত রেখেছেন। তার এ আকস্মিক মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। অন্য এক সূত্র জানিয়েছে, সংবাদপত্রবান্ধব এ মানুষটির প্রথম জানাজা ঢাকায় বুধবার সকাল ৭টায়, দ্বিতীয় জানাজা দুপুর পৌনে ২টায় বরিশাল পুলিশ লাইনে এবং তৃতীয় জানাজা বাদ আসর সদর উপজেলা চর করমজি ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে বাবার কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান ও স্ত্রী এবং ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।