শুল্ক ফাঁকির চেষ্টা: ৩৬ টনের ঘোষণায় সুপারি এলো ৫৬ টন

প্রতিনিধির পাঠানো ছবি

আমদানি-রফতানি

শুল্ক ফাঁকির চেষ্টা: ৩৬ টনের ঘোষণায় সুপারি এলো ৫৬ টন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০২০

থাইল্যান্ড থেকে ৩৬ মেট্রিক টন সুপারি আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রামের আমদানিকারক মেসার্স খান এন্ড সন্স চট্টগ্রাম বন্দরে আমদানি করেছে ৫৬ মেট্রিক টন সুপারি। ৩৬ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়ে খালাসের চেষ্টা করলে চট্টগ্রাম বন্দরে পণ্য চালানটি আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস। 

চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) ইউনিটের সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসুয়া বলেন, আমদানিকারক মেসার্স খান এন্ড সন্স থাইল্যান্ড থেকে ৩৬ টন সুপারির আমদানির ঘোষণায় আনা চালানটি খালাস নিতে সিএন্ডএফ এজেন্ট মেরিনো ট্রেডার্স লিমিটেড গত ৫ আগষ্ট চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা ও কাস্টমস গোয়েন্দা কর্তৃক গত ২৫ আগস্ট পণ্যচালান সংশ্লিষ্ট কন্টেইনার দুইটির পণ্য শতভাগ কায়িক পরীক্ষা করে। 

তিনি আরো বলেন, ঘোষণা অনুযায়ী ৩৬ মেট্রিক টন সুপারি থাকার কথা থাকলেও পাওয়া যায় ৫৬ মেট্রিক টন। এমে ২০ মেট্রিক টন পণ্য বেশি পাওয়া যায়। পণ্যচালানটিতে ৩২ লাখ টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয় ।শুল্ক ফাঁকির বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads