নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের দেয়া মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি সিরাজুল ইসলাম মোল্লা ও তার সমর্থকরা। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার শিবপুরে এমপি সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শিবপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সিরাজুল ইসলাম মোল্লার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় মনোনয়ন পরিবর্তনের দাবীতে স্লোগান দেন নেতা-কর্মীরা। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তার সমর্থকরা অংশগ্রহণ করেন।
সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসিম আহমেদ হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ বাবলু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসিবুল আলম ভুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ অন্যান্য নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের মনোনয়ন পরিবর্তন করে তৃণমূলের আস্থাভাজন ও জনপ্রিয় নেতা বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানায়। তারা আরো বলেন, ‘দিন ভর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দলের দেয়া তথ্যমতে মনোনয়নপ্রাপ্ত হিসেবে সিরাজুল ইসলাম মোল্লার নাম প্রচারিত ও প্রকাশিত হয়। এতে শিবপুরের দলীয় নেতাকর্মীরা আনন্দিত হয়েছিলেন। কিন্তু পরে জহিরুল হক ভূইয়ার মনোনয়ন পাওয়ার খবরে আমরা হতাশ হয়েছি। শিবপুরে দলীয় প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করতে সিরাজুল ইসলাম মোল্লার বিকল্প নেই’।
এসময় এমপি সিরাজুল ইসলাম মোল্লা নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলীয় মনোনয়ন পরির্তনের সময় এখনো আছে। আমি দলীয় হাইকমান্ডে মনোনয়ন পুনবিবেচনার জন্য অনুরোধ জানাবো। যদি মনোনয়ন পরির্তন না হয় জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও আগামী ২৮ নভেম্বর আবারো আপনাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিবো। আমি আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো, কেউ হতাশ হবেন না।