শহরের সকল সুবিধা পাওয়া যাবে গ্রামে : মেজর রফিক

শাহরাস্তিতে দিনব্যাপী উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম

ছবি : চাঁদপুর প্রতিনিধি

সারা দেশ

শহরের সকল সুবিধা পাওয়া যাবে গ্রামে : মেজর রফিক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, শহরের সকল সুবিধা পাওয়া যাবে গ্রামে। গ্রাম হবে শহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করছে।

আজ রবিবার শাহরাস্তিতে দিনব্যাপী উন্নয়নমূলক কাজের উদ্ধোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন কোন ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবেনা। সকল ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এসময় শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক ফারুক দর্জি, সুচিপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু, থানা লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মহিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads