কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধোয়া পালং রেজ্ঞের পশ্চিম গোয়ালিয়ায় পাহাড়ি ছরা সংলগ্ন ধান ক্ষেতে একটি হাতি মারা গেছে।
আজ শনিবার ভোরে হঠাৎ করেই মারা যায় হাতিটি। এবং তা দেখতে ভীর করে শত শত লোক।
স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুূদ জানান, বিষয়টি বন বিভাগের কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। হাতিটি উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।