দুর্ঘটনা

লালমনিরহাটর পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত -১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ি নামক স্থানে সেলিম রেজা (৪৫), নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেলিম রেজা (৪৫), নুর ইসলাম ছেলে, তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট এলাকার বাসিন্দা।

শনিবার সকাল ৬টার সময় পথচারীরা রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে পাটগ্রাম থানায় অবগত করে। সংবাদ পেয়ে পাটগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতের কোন এক সময় মোটরসাইকেল চালিয়ে বুড়িমারী হতে নিজ বাড়ি ফেরার পথে মিঠাইবাড়ি বাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারনা করছেন।

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পোস্টমর্টেম করার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads