লক্ষ্মীপুর মেঘনা নদীর চরমেঘালয়ে আন্ত:জেলা নৌ ডাকাত বাহিনী কর্তৃক হারিছ সর্দার ও রাকিব সর্দারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সদরের ২০নং চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট বাজারে ভূক্তভোগী ও এলাকাবাসীর উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভোলা সদরের সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, জলদস্যূ, আন্ত:জেলা নৌ ডাকাত দলের প্রধান রাসেল খাঁর নেতৃত্বে জেলা সদরের চররমনী মোহন ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা এসে নিরীহ মানুষদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় করে, দরিদ্র কৃষকদের পালিত গরু-ছাগল-মহিষ ধরে নিয়ে যায়। মুক্তিপণ আদায় করতে না পারলে আটক ব্যক্তিকে হামলা করে ক্ষত-বিক্ষত অবস্থায় ফেলে যায়।
তারা বলেন, গেল শুক্রবার ( ১৭ জুলাই) চররমনী মোহন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছ সর্দার ও তার ছেলে রাকিব সর্দার কানিবগার চরে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জলদস্যু রাসেল খাঁ সহ তার বাহিনীর সদস্যরা তাদের হাত-পা বেঁধে পাতাবনিয়ার চরে নিয়ে চাঁদা দাবী করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এ হামলায় হারিছ সর্দারের অবস্থায় গুরুত্বর হওয়ায় তাকে লক্ষ্মীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়। সেখানে তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছে বলে জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চররমনী মোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ফিরোজ মিয়া, যুবলীগ নেতা শাহজালাল মোল্লা, ইলিয়াস মীর, মুফিজ হাওলাদার, রাকিব সর্দার, মনির বেলা, ইয়ার আলী মীর প্রমুখ। স্বাস্থ্য বিধি বজায় রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে আন্ত:জেলা নৌ- ডাকাত দলের সদস্যদের গ্রেপতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসি। এসময় মিছিলটি করাতিরহাট বাজার সড়ক প্রদক্ষিণ করে।
                                
                                
                                        
                                        
                                        
                                        




