লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার বড়খেরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেলিম মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নহিতরা হলেন- সেলিম মিয়ার ছেলে মো. সুমন উদ্দিন ও একই বাড়ির মো. ইব্রাহিমের ছেলে নাহিদ। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, দুপুরে ঘরের টিনের চালার ওপর কাজ করতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমন। টিনের চালাটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। এ সময় তার চাচাতো ভাই নাহিদ তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনরে মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।