রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১১ নেতা-কর্মীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে ও আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। আটকরা হল মহারাজ সিকদার, মনির হোসেন, নান্নু খান, আঃ ছালাম, কাজল মিয়া, মতিয়ার রহমান, আঃ মন্নান, নান্না ব্যাপারী, আসাদুল হক মৃধা, ছাত্রদল নেতা আল মামুন সাদ্দাম ও মেহেদী হাসান।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইন ও আ.লীগ এর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আটক করে তাদের দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে।