রাজনীতিতে আসার ব্যাখ্যা দিলেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

ছবি : সংগৃহীত

রাজনীতি

রাজনীতিতে আসার ব্যাখ্যা দিলেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০১৮

রাজনীতিতে নাম লিখিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলছে। গুঞ্জন উঠেছে, ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মাশরাফি বিন মুর্তজা খেলবেন কি না তা নিয়ে। সংসদ সদস্য নির্বাচিত হলে পুরোপুরি হয়ে পড়বেন রাজনীতিবিদ। ২০১৯ সালের ৩০ মে বিশ্বকাপ খেলা শুরু। অনুষ্ঠেয় ওই বিশ্বকাপ খেলবেন কিনা তিনি।

অনেকেই বলছেন, ক্রিকেট খেলা ছেড়েই মাশরাফি রাজনীতিতে নাম লেখাতে পারতেন। কারো কারো মন্তব্য, আর কিছুদিন পর রাজনীতিতে নামলে কী হতো? এখনো তো তিনি জাতীয় দলের অধিনায়ক। খেলা আর রাজনীতি দুটি একসঙ্গে চালাবেন কীভাবে?

চারদিকে যখন এমন প্রশ্ন আর গুঞ্জনের ছড়াছড়ি তখনই সবগুলো কথার জবাব দিতে মুখ খুললেন মাশরাফি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি বড় স্ট্যাটাসে সব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। সেখানে তার খেলোয়াড়ি জীবন, রাজনৈতিক অভিলাষ থেকে শুরু জনসেবা কিংবা দেশের জন্য কিছু করার একটা যে তাড়নার কথা তুলে ধরেছেন। সেই স্ট্যাটাসের শুরুতেই মাশরাফি বলেছেন—

‘২০০১, ক্রিকেটের আঙিনায় পথচলা শুরু। আজ ২০১৮। এই প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনো আপস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপস করতেও চাই না। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads