রাজধানীতে জেএমবির ৮ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

অপরাধ

রাজধানীতে জেএমবির ৮ সদস্য গ্রেফতার

  • বাসস
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০১৮

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির ৮জন সদস্যকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-২ এর সদস্যরা রোববার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর, ভাটারা ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র র‌্যাডিক্যাল ইয়ুথ গ্রুপের ৮জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. আরাফাত আজম (৩০), রাশেদ আলম ওরফে বাঁধন (২৮), মীর আফজাল আলী (৩৭), মাহাদী হাসান (২৩), রাদিউজ্জামান হাওলাদার ওরফে অনিক (২৭), জালাল উদ্দিন ওরফে শোভন (২৮), জারির তাইসির (২৬) ও আসিফুর রহমান (২৮)।

তাদের কাছ থেকে জঙ্গিবাদে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ও বিপুল পরিমাণ উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির র‌্যাডিক্যাল ইয়ুথ গ্রুপের সদস্য বলে র‌্যাবের কাছে স্বীকার করে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads