রংপুরের মিঠাপুকুরে নাবিল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শঠিবাড়ী উত্তর বাসস্ট্যান্ডে ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘাতক বাসটিকে আটক করেছে স্থানীয়রা।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতরা হলেন- দূর্গাপুর ইউনিয়নের কাঁঠালী দক্ষিণপাড়া গ্রামের মৃত. খলিল মিয়ার ছেলে মধু মিয়া (৪৫), শঠিবাড়ী হরিপুর গোহাটি গ্রামের মৃত. মঞ্জু মিয়ার ছেলে মুরাদ মিয়া (২৮) ও রংপুর সদরের সুবাশ চন্দ্র সরকার সম্ভু বাবু (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী দক্ষিণ বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশনের পশ্চিম পাশে ফুটপাতে মোটরসাইকেলে বসে কথা বলছিলেন পরিবহন ব্যবসায়ী মধু মিয়া, মেকানিক মুরাদ মিয়া ও সম্ভু বাবু। এ সময় ঢাকাগামী নাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৫৬৮৯) একটি দ্রুতগামী বাস ওভারটেক করতে গিয়ে ফুটপাতে থাকা অবস্থায় তাদেরকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মধু মিয়া ও মুরাদ মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় সম্ভু বাবুকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় সেখানে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেলে পাঠানো হয়।চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান।