যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ২, হামলাকারী আটক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ২, হামলাকারী আটক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৫ নভেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। হামলায় এখন পর্যন্ত ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে স্কুলে প্রকাশ্য গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারীকে নাথানিয়েল বারহাউকে আটক করে পুলিশ। ১৬ বছর বয়সী নাথানিয়েল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর তার ব্যাগ থেকে বন্দুক বের করে পাঁচজনকে গুলি করে। এরপর নিজের ওপর গুলি চালায়। আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৪ বছর বয়সী কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads