যুক্তরাষ্ট্রে মেথোকার্বামল (৫০০ মিগ্রা ও ৭০০ মিগ্রা) রফতানি শুরু করেছে দেশের ওষুধ প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। এ ওষুধের প্রথম চালান সম্প্রতি পাঠানো হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে এটি বেক্সিমকো ফার্মার তৃতীয় ওষুধ। এর আগে ২০১৬ সালের আগস্টে কার্ভেডিলল ও ২০১৭ সালের নভেম্বরে সোটালল নামের ওষুধ যুক্তরাষ্ট্রে রফতানি করে কোম্পানিটি।
মেথোকার্বামল অক্সিলিয়াম ফার্মাসিউটিক্যালসের মাসেলরিলাক্সেনট ওষুধ রবাক্সিনের জেনেরিক সমতুল্য। আইকিউভিআইএ’র তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে মেথোকার্বামলের বাজার প্রায় ২৩.৩৭ মিলিয়ন ইউএস ডলার।
বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় ওষুধ রফতানির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বাজারটিতে আমাদের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। যুক্তরাষ্ট্রে আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির ব্যাপারে আমরা সঙ্কল্পবদ্ধ। আমরা আশা করছি আগামী বছরগুলোতে বেক্সিমকো ফার্মার বড় বাজার হবে দেশটি। আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন ওষুধ রফতানির মাধ্যমে দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে বেক্সিমকো সব গ্রাহক ও শেয়ারহোল্ডারের স্বার্থরক্ষায় সদা সচেষ্ট। বিজ্ঞপ্তি
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





