ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দু’শিক্ষার্থীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উদ্ধার হওয়া দু’শিক্ষার্থী ঈশ্বরগঞ্জ চরনিকলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ইয়াসিন(১২) এবং একই উপজেলার বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছাদরুল ইসলাম রোমান মিয়া(১৩)। রুমান ঈশ্বরগঞ্জ থানা এলাকার বাসীন্দা মোঃ সুমন মিয়ার ছেলে, মোঃ ইয়াসিন মোঃ রতন মিয়ার ছেলে।
মঙ্গলবার দিনগত রাতে এসআই পরিমল চন্দ্র সরকার এএসআই মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে একদল ডিবি পুলিশ গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে এ দু’ ছাত্রকে উদ্ধার করে।
বুধবার দুপুরে উদ্ধার হওয়া দু’শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে তুলে দেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ।
ওসি শাহ কামাল আকন্দ জানান মা বাবার শাসনের কারনে গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে ওই দু’শিক্ষার্থী পালিয়ে যায়। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করলে উদ্ধার অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল।