ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় স্কুলশিক্ষকসহ দুই পথচারী নিহত হয়েছেন। সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সাত্তার( ৬২) সহ এক নারীকে চাপা দেয়। এসময় দুজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহত দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। বিকেল সোয়া ৩টা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।