মেহেরপুর মুজিবনগরে ১২০ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার উপজেলার রশিকপুর ব্রীজ এলাকা থেকে আটক করা হয়।
শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামের রেজাউল হকের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, শরিফুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। গোপন সুত্র মাধ্যমে মুজিবনগর রশিকপুর ব্রীজের আগে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে তার নামে মাদক আইনে নিয়মিত মামলা রজু করা হবে।।





