মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যে মামলায় হয়রানীর অভিযোগ

লিখিত বক্তব্য পড়ছেন মুক্তিযোদ্ধা ছকাওত আলী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যে মামলায় হয়রানীর অভিযোগ

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মে, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছকাওত আলীর পরিবার সদস্যদের নানা ভাবে হয়রানি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসাবে পরিচিত কামাল খাঁন। সরকারি পতিত জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হওয়ায় হয়রানীমূলক মামলার অভিযোগে উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছকাওত আলী সংবাদ সম্মেলন করেছেন।

কামাল খাঁনের প্ররোচনায় দায়েরকৃত মিথ্যে হয়রানীমূলক মামলা থেকে পরিবার সদস্যদের বাঁচার আকুতি ও জানমাল রক্ষার দাবী জানান সংবাদ সম্মেলনে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এলাকার প্রবীন মুরব্বী মকারী মালি, আহমেদ আলী, মো. মজিদ আলী, দুদু মিয়া ও শাহাব উদ্দিনের স্ত্রী মোছা: বিলকিছ বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছকাওত আলী বলেন, আমাদের পরিবারের সাথে খিজিরপুর গ্রামের বাসিন্দা কামাল খাঁন গংদের সাথে সরকারি পতিত জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে কামাল খাঁনের প্ররোচনায় হরিপুর গ্রামের আছকির মিয়া কুলাউড়া থানায় আমার পুত্র শাহাব উদ্দীন (৩৫) এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

এছাড়া দীর্ঘদিন ধরে নানা প্রকার হুমকি, ভারতীয় নিষিদ্ধ মাদকের মামলায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত করার হুমকি দিয়ে আসছে।

গত ৭ মে কামাল খান জেলা গোয়েন্দা শাখার ডিবি মৌলভীবাজার এর সাদা পোশাকধারী কয়েকজন সদস্যকে নিয়ে মুক্তিযোদ্ধার ঘরে প্রবেশ করে তল্লাশীর নামে ভাঙ্গচুর ও তছনছ করে। এ সময় মুক্তিযোদ্ধার পুত্র শাহাব উদ্দীনকে হাত বেঁধে মারধোর করে। আহত শাহাব উদ্দীনকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

কামালের মিথ্যে তথ্যের ভিত্তিতে গভীর রাতে ডিবি পুলিশের এহেন আচরণে মুক্তিযোদ্ধা ছকাওত আলী শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছাড়াও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কামাল খান বিজিবি, পুলিশ ও ডিবির সোর্স বলে এলাকায় পরিচিত। সে দীর্ঘদিন ধরে সোর্স এর দায়িত্ব পালন করায় সাধারণ মানুষকে নির্যাতন করে আসছে। তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ প্রতিবাদ করলেই জীবননাশের হুমকি দেয়।

গত ৭ মে শাহাব উদ্দীনকে নির্যাতন করে সন্তোষ্ট না হয়ে আবারও মুক্তিযোদ্ধা ও তার পরিবার সদস্যদের মামলায় জড়িয়ে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করানোর হুমকি প্রদান করছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবার সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছকাওত আলী নিজের এবং পরিবার সদস্যদের জীবন সম্পত্তি ও সম্মানের দিক বিবেচনা করে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইতিপূর্বে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছেও একটি লিখিত আবেদন করেছিলেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ছকাওত আলী সুন্দর, সুষ্ঠ ও শান্তিতে বসবাসের স্বার্থে কামাল খাঁনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

তবে অভিযোগ বিষয়ে অভিযুক্ত কামাল খাঁনের বক্তব্য জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads