মুকসুদপুর বাওড়ে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুকসুদপুর বাওড়ে খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর, ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুর বাওড়ে নিজস্ব মালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খনন বন্ধ করার দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী মুকসুদপুর বাওড় সংলগ্ন উপজেলার পশ্চিম কদমপুর ভাঙ্গাপোল বাজার ঢাকা-খুলনা মহাসড়কে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন কর্মসুচির আয়োজন করে প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুরী, কাওয়ালদিয়া, পশারগাতী ও কুলাকোনা গ্রামের সর্বস্তরের জনগন।

এসময় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর কাউন্সিলর নিয়ামত খান, গোবিন্দপুর ইউপি সদস্য কামরুল ইসলাম, কৃষক বাচ্চু শেখ প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে কয়েক গ্রামের প্রায় শতাধিক জমির মালিক ও কৃষক উপস্থিত ছিলেন।

পৌর কাউন্সিলর নিয়ামত খান বলেন, এই বাওড়ের জমিতে ২ ফসলি ধান চাষ করে কয়েক শত শত পরিবারের জীবন চলে এবং প্রায় এক হাজার মানুষ বাওড়ের থেকে বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করে। এই বাওড়ের জমির মালিক স্থানীয় জনগন। হঠাৎ করে তাদের খাজনা নেওয়া বন্ধ করে দেয়া হয়েছে। জনগন খাল খনেনর পক্ষে নেই। সুতরাং আমরা খাল খনন চাই না।

এসময় অন্যান্য বক্তারা বলেন মুকসুদপুরের কিছু ভুমিদস্যু নিজেদের স্বার্থের জন্য অবৈধ ভাবে হাজার হাজার মানুষের নিজস্ব মালিকানাধীন জমির বাওড়ে খাল খনননের নামে অবৈধ ভাবে দখল করাসহ সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে। দ্রুত খাল খনন বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads