মিথ্যা মামলা থেকে রেহায় পেতে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলা থেকে রেহায় পেতে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মিথ্যা মামলা থেকে রেহায় পেতে সংবাদ সম্মেলন

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে, ২০১৯

ন্যয় বিচার, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহায় পেতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার মাছিয়াড়া গ্রামের মকছেদ মোড়লের স্ত্রী আলেয়া বেগম(৫৫)।

আলেয়া বেগম তার লিখিত বক্তব্যে বলেন, মাছিয়াড়া মৌজার ৫১৭ খতিয়ানের ২৩৮৪ দাগের ০৭ শতক জমিতে আমার মেয়ে রাশিদা বেগম ঘর-বাড়ি বেধে দীর্ঘ ৪০ বছর বসবাস করে আসছে। সম্প্রতি আমার মেয়ের প্রতিবেশি আমির আলী গাজীর ৩ ছেলে সাজ্জাদ গাজী, শাহাজান গাজী ও বাবলু গাজীসহ তাদের সহযোগীরা মিলে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে (৫৯২/১৯) ২৪ মে শুক্রবার সকালে আমার মেয়ের ভোগ দখলীয় জমিতে প্রবেশ করে ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে বলে এবং এসময় তার বসত ঘরের চাল ভাংচুর করে ও জীবন নাশের হুমকি দেয়।

তিনি আরো বলেন, এসময় আমার মেয়ে রাশিদা বেগম বাঁধা দিলে তাকে বেধড়ক মারপিঠ করে তখন আমার স্বামী মোকছেদ মোড়ল ঠেকাতে গেলে তাকেও মারধর করে সাজ্জাদ গংরা। এসময় স্থানীয়রা রাশিদাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আলেয়া বেগম বলেন, এঘটনায় আমার ছেলে ছলেমান মোড়ল বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করেছে। কিন্তু অতিব দুঃখের বিষয় গত ১ সপ্তাহ অতিবাহিত হলেও এখনও মামলাটি রের্কড হয়নি। এসময় তিনি আক্ষেপ করে বলেন গরীবের জন্য কি আইন নেই। নেই কোন ন্যয় বিচার? সাজ্জাদগংরা প্রভাবশালী হওয়ায় ন্যয় বিচার পেতে বাঁধা সৃষ্টি করছে। এছাড়া আমাদের কে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির পায়তারা চালাচ্ছে তারা।

তিনি বলেন, বাবলু গাজী একজন ইজিবাইক চালক। সে বিগত ১৫ দিন আগে হাজরাকাটি এলাকায় খান পাড়ার পাশে মসজিদ সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনার কবলে পড়ে। তাতে তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়। পরে চিকিৎসা নিয়ে সুস্থ শরীরে আবারও ইজিবাইক চালিয়ে বেড়াচ্ছে। এঘটনার পরে হঠাৎ করে ২৯ মে বুধবার দুপুরে তালা হাসপাতালে ভর্তি হয়। আমার মেয়ে ও তার প্রতিবেশিদের জড়িয়ে হয়রানি করার উদ্যেশে একটি মিথ্যা মামলা তালা থানায় দাখিল করেছে। আলেয়া বেগম তার স্বামী ও মেয়েকে মারধর ও বাড়ি-ঘর ভাংচুরের ন্যয় বিচার পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads