একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল ৯টা থেকে সারা দেশে এক সঙ্গে বাছাই শুরু হবে; চলবে বিকাল পর্যন্ত। এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসির বাছাইয়ে টিকে থাকা প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সুযোগ থাকছে। ওইদিন রাতেই ৩০০ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সম্পন্ন করে পরদিন ১০ ডিসেম্বর তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ৩০ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৮১ জন, বিএপির ৬৯৬ জন, জাতীয় পার্টির ২৩৩ জন, অন্যান্য রাজনৈতিক দলের ১ হাজার ৩৫৭ জন। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ২ হাজার ৫৬৯ জন। আর স্বতন্ত্র থেকে মনোনয়ন দাখিল করেছেন ৪৯৮ জন। সূত্র জানায়, দেশের বড় দুটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৬৪ এবং দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ২৯৫ আসনে মনোনয়ন দাখিল করেছে। এরমধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী ৩৫৩টি, খুলনা ৩৫১টি, বরিশাল ১৮২টি, ময়মনসিংহ ২৩৬টি, ঢাকা-৭০৮টি, সিলেটে ১৭৭টি ও চট্টগ্রামে ৬৮৮টি মনোনয়নপত্র জমা হয়েছে। সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৮ আসনে ২২ জন। আর সর্বনিম্ন মনোনয়ন পড়েছে মাগুরা-২ আসনে ৪ জন। এর বাইরে অনলাইনে জমা হয়েছে ৩৯টি। তবে অনলাইনে মাত্র ২৩টি মনোনয়নপত্র বিধি-বিধান মেনে ভালোভাবে জমা হয়েছে। এসব প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল রোববার।