দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিতে সিরিজে সমতা আনল সফরকারী ইংল্যান্ড নারী ক্রিকেট দল। সোমবার নাগপুরে ম্যাচে ভারতকে ৮ উইকেটের সহজ ব্যবধানে হারিয়েছে ইংরেজ নারীরা। ম্যাচে ভারতের মাত্র ১১৩ রানের জবাবে ইংল্যান্ড দল ২৯ ওভারে ২ উইকেট খুইয়ে ১১৭ রান তোলে। এর আগে প্রথম ম্যাচে ভারত জিতেছিল ১ উইকেটে। ১২ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দলের প্রথম জুটিতে ৩১ রান আসে। কিন্তু প্রথম জুটি ভেঙে যাওয়ার পর ভারতের রানের চাকা থেমে আসে। দলের পক্ষে মন্ধনা সর্বোচ্চ ৪২ রান করেন। ডিবি শর্মা করেন অপরাজিত ২৬ রান। আর বিদ্যা করেন ১১ রান। এ ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে হাজেল ৩২ রানে ও একটেসটোন ১৪ রানে ৪টি করে উইকেট লাভ করেন।
ইংল্যান্ডের ইনিংসে ইউয়াট ৪৭, বিউমাউন্ট অপরাজিত ৩৯ ও নাইট অপরাজিত ২৬ রান করেন। ভারতের বিস্ট ৪৪ রানে ২টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের একটেসটোন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





