এরশাদ ও জি এম কাদের

রাজনীতি

অসুস্থতা নিয়ে ঘরে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এক বিবৃতিতে দলে তার উত্তরসূরি হিসেবে ভাই জি এম কাদেরকে মনোনীত করেছেন

ভাইকে চেয়ার দিয়ে এরশাদের ‘উইল

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০১৯

একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে জাতীয় পার্টিতে অস্থিরতা চলার মধ্যে ভোটের দুদিন পর মঙ্গলবার দলের প্যাডে নিজের স্বাক্ষরে এই বিবৃতি পাঠান।

তিনি বলেছেন, তার অবর্তমানে জি এম কাদেরই চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে যাবেন এবং কাউন্সিলে তিনিই হবেন চেয়ারম্যান।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর আবার চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বলে গুঞ্জনের মধ্যে ৮৮ বছর বয়সী এরশাদের ‘জাতীয় পার্টির জন্য ভবিষ্যৎ নির্দেশনা’ শিরোনামের এই বিবৃতি এল।

কী কারণে এই বিবৃতি দেওয়ার প্রয়োজন পড়ল, তা স্পষ্ট করেননি এরশাদ; বিষয়টি নিয়ে জাতীয় পার্টির কোনো নেতারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার রাতে এই বিবৃতি আসার আগে দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁর কথায়ও এমন কোনো আভাস ছিল না।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দলটির মহাসচিব রাঙ্গাঁ সাংবাদিকদের জানিয়েছিলেন, বুধবার তাদের সভাপতিমণ্ডলী বৈঠক করবে এবং  ওই বৈঠকে সিদ্ধান্ত হবে যে জাতীয় পার্টি সরকারে থাকবে, না কি বিরোধী দলে থাকবে।

জাতীয় পার্টি ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক। দলের সিদ্ধান্ত হওয়ার পর মহাজোটে আলোচনা করে জাতীয় পার্টির অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান রাঙ্গাঁ।

সেই বৈঠকের আগে দিনই ছোট ভাই ও দলের কো চেয়ারম্যান কাদেরকে নিয়ে এরশাদের বিবৃতি এল।

“আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, যে আমার অবর্তমানে বর্তমান কো চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাকে অর্পণ করবে। পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যত দিন দায়িত্ব পালন করব, ততদিন জি এম কাদের আমাকে সহযোগিতা করবেন।”

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads