সারা দেশ

বোরহানউদ্দিনে কাউন্সিলর প্রার্থীর উঠান বৈঠকে বাধা

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০২১

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর বিশ্বজিৎ চন্দ্র দে হারুর উঠান বৈঠকে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের আসতে বাধা দেওয়া অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে তার প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থী একত্রিত হয়ে এ ঘটনা ঘটায়। এসময় উঠান বৈঠক পন্ড করতে ওই তিন প্রার্থীর প্রচারণার মাইক বৈঠকের কাছাকাছি উচ্চস্বরে বাজায় তারা। পরে অবশ্য পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়।

৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বজিৎ চন্দ্র দে জানান, হাওলাদার মার্কেট সংলগ্ন মান্নান হাওলাদার বাড়ির উঠনে তার ব্ল্যাক বোর্ড প্রতীকের গণসংযোগ ও উঠান বৈঠক চলছিল। এসময় একই ওয়ার্ডের পানির বোতল মার্কা কাউন্সিলর প্রার্থী মোঃ মাহাবুবুল আলম ও তার চাচাতো ভাই জুয়েল, ডালিম মার্কা মোঃ জোহেব হাসান ও উট পাখি প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন বাচ্চুর সমর্থকরা তার উঠান বৈঠকে আসার পথে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের বাধা প্রদান করে। এসময় তারা তাদের প্রচারণার মাইক উঠান বৈঠকের কাছাকাছি এলাকায় উচ্চস্বরে বাজিয়ে উত্তেজনা সৃষ্টি করে। এসময় তিনি বোরহানউদ্দিন থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

তিনি আরো বলেন, নির্বাচনের শুরু থেকেই প্রতিপক্ষের ওই তিন প্রার্থী পৌরসভার বাইরের লোকজন ভাড়া করে এনেছেন। আমরা প্রচারণা বের হলেই তারা আমার কর্মীদের পিছু নিয়ে নানা ধরনের উস্কানিমূলক কথা বলতে থাকেন। ফলে তিনি শঙ্কায় ভুগছেন ও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।

এ বিষয় নিশ্চিত হওয়ার জন্য বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন দিলে সে রিসিভ করেননি।

তবে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আলা উদ্দিন আল মামুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads